আন্তর্জাতিক

ব্রাজিলে আবারো বিমান বিধ্বস্ত, নিহত ২

ব্রাজিলে আবারো বিমান দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণ-পূর্ব সাও পাওলো রাজ্যের একটি গ্রামীণ শহরে একটি ছোট বিমান আখ ক্ষেতে বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। 

স্থানীয় দমকল বিভাগের বরাত দিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, কাছের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর কোয়াড্রাহাদ শহরে বিমানটি বিধ্বস্ত হয়, এতে আরোহী দুজন নিহত হয়েছেন।

তিনি আরো জানান, বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল কিন্তু আখ ক্ষেতের সঙ্গে ধাক্কায় বিস্ফোরিত হয়।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। বিমানটি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। ওই দুর্ঘটনায় পাইলট এবং একজন যাত্রী নিহত এবং ছয়জন আহত হন।

ব্রাজিলের টিভি চ্যানেল গ্লোবোনিউজের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে এখন পর্যন্ত ব্রাজিলে সাতটি বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।