সুদীর্ঘ ৮ বছর পর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিইয়নস ট্রফি। প্রত্যাশার চাপটা পাকিস্তানের উপরই বেশি। দেশটি ২৯ বছর আর ৫৬ আসর পর ঘরের মাঠে আইসিসির কোন বৈশ্বিক আসরের আয়োজক। গোটা পাকিস্তানেই সাজসাজ রব। প্রত্যাশার পারদটাও বেশি।
প্রথম ম্যাচেই মুখোমুখি স্বাগতিক পাকিস্তান এবং আসরের অন্যতম ফেভারিট নিউ জিল্যান্ড। এই ম্যাচের আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) করাচি ন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন করেছে দুই দল। ছবিতে সেই অনুশীলনের গল্প তুলে ধরা হলো।
সুদীর্ঘ ৮ বছর পর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিইয়নস ট্রফি। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে মগ্ন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা।
পাকিস্তানের ব্যাটিংয়ের স্তম্ভ ভাবা হয় বাবর আজমকে। যদিও বহুদিন ধরে ঠিক ছন্দে নেই এই ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। নিশ্চিতভাবেই নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে গোটা পাকিস্তান। সেই প্রত্যাশার পারদটা নিজেও বুঝেন বাবর। গতকালের অনুশীলনে তাই অত্যন্ত মনোযোগী তিনি।
চোট থেকে নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে ফেরার কথা হারিস রাউফের। নিঃসন্দেহে প্রত্যাবর্তনটা রাঙাতে চাইবেন ৩১ বছর বয়সী এই গতি তারকা।
দীর্ঘ ৬ বছর পর আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরজি আলোর মুখ দেখেছিল পাকিস্তান-নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার কল্যাণে। পাকিস্তানে অনুষ্ঠিত সেই সিরিজের অপরাজিত চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে শেষ অনুশীলনে তাই বেশ চনমনে দেখা গেল কিউইদের।
কিউই অলরাউন্ডার গ্ল্যান ফিলিপসের কল্যাণেই ত্রিদেশিয় সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল নিউ জিল্যান্ড। মাত্র ৭২ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ফিলিপস। কিউইরা আজও ফিলিপসের ব্যাট-বলের জাদুর অপেক্ষায় থাকবে।
সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে নিউ জিল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ডেভন কনওয়ে। শাহীন-নাসিম-রাউফদের বিপক্ষে কি জ্বলে উঠতে পারবেন কনওয়ে? প্রশ্নটা সময়ের কাছে তোলা থাক।