সারা বাংলা

সিংড়ায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

নাটোরের সিংড়ায় ‌অপারেশন ‘ডেভিল হান্ট' অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। সিংড়া থানার ওসি আসমাউল হক এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোলাম মোস্তফা।

ওসি আসমাউল হক বলেন, “২০১৮ ও ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে দায়েরকৃত দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।”