ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলন

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর এ কর্মসূচি পালন করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক কাইউম উল হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত।

অনুষ্ঠানে বক্তারা দলের কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং জাতীয়তাবাদী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সুসংগঠিত হওয়ার পরামর্শ প্রদান করেন।

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী সাদ্দাম (সমাজবিজ্ঞান), পিয়াস উদ্দিন (ম্যানেজমেন্ট), হাবিবুর রহমান হাবিব আদনান (সমাজবিজ্ঞান), মাহফুজ সমুদ্র (বাংলা),হৃদয় সরকার (সংগীত), হৃদয় গাজী (সমাজবিজ্ঞান) উপস্থিত ছিলেন।