বরগুনায় কামাল মিনা নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
কামাল মিনা বরগুনা সদর উপজেলার শিংড়াবুনিয়া গ্রামের মতলেব মিনার ছেলে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কামাল মিনার মৃতদেহ বাড়ির সামনের জামগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে সদর থানা থেকে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন কামাল। তিন বছর আগে শিংড়াবুনিয়ায় ফিরে আসেন।ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন তিনি। প্রতিদিনের মতোই সকালে নামাজের উদ্দেশ্যে বের হন কামাল। এরপর প্রতিবেশী জলিল মিয়ার ডাকে ঘুম ভাঙে পরিবারের। তারা গিয়ে দেখতে পান কামালের মরদেহ গাছের সঙ্গে ঝুলছে।
পরিবারের দাবি ৩ ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখেই জীবনযাপন করছিলেন কামাল। আত্মহত্যা করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তারা। অস্বাভাবিক এই মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।
কামাল মিনার মেয়ে মুক্তামনি বলেন, ‘‘আমার বাবা আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার বাবার লাশ যখন উদ্ধার করেছি তখন তার পা ও হাঁটু মাটিতে বসা অবস্থায় পাওয়া যায়।’’
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, ‘‘নিহতের লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’’