সারা বাংলা

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদের সহধর্মিণীরা

কুষ্টিয়ার কুমারখালীতে অশ্রুসিক্ত নয়নে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ২০২৪-এর গণ অভ্যুত্থানে শহীদের  সহধর্মিণীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ সালাম মন্ডলের সহধর্মিণী মারিয়া আক্তার ও শহীদ সেলিম মন্ডলের সহধর্মিণী শোভা খাতুন ছাড়াও কুমারখালী উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা ছিলেন। 

শোভা খাতুন বলেন, ‘‘২৪ এর গণঅভ্যুত্থানে স্বামীকে হারিয়েছি। যার হারিয়েছে সেই জানে বেদনার গভীরতা। সেই বোধের জায়গা থেকে ৫২-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যন্ত গ্রাম থেকে শহীদ মিনারে এসেছি।’’

এ সময় মারিয়া আক্তারকে অশ্রুসিক্ত নয়নে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়।  জাতীয় নাগরিক কমিটির উপজেলা শাখার সিনিয়র প্রতিনিধি অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, ‘‘২০২৪ এর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার অনুভূতি একেবারেই অন্যরকম।’’