রাজশাহী নগরের পদ্মাপাড়ে মুখে স্কচ টেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া লাশটি একজন ব্যবসায়ীর। তার নাম আবুল বাসার ওরফে মিন্টু (৩৫)। নগরের মির্জাপুর পূর্বপাড়া মহল্লায় তার বাড়ি। বিনোদপুর বাজারে তার একটি দোকান আছে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি ছড়িয়ে পড়ার পর নিহত ব্যক্তির স্বজনেরা তাকে শনাক্ত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবুল বাসার নিখোঁজ ছিলেন।’’
এর আগে, শুক্রবার বিকেলে নগরের লালন শাহ মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় কাশবনে একজনের মরদেহ পড়ে থাকতে দেখের ওই এলাকায় ঘুরতে যাওয়া লোকজন। পরে পুলিশকে জানানো হয়। নিহত আবুল বাসারের মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। পলিথিনের ওপর স্কচ টেপ দিয়ে প্যাঁচানো ছিল।
ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘‘আলামত দেখে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।’’