খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও কি বৃষ্টিতে ভেসে যাবে?

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ম্যাচটি হয়েছিল ঠিকঠাক। কিন্তু মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো দূরের কথা টসও করা সম্ভব হয়নি। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

একই ভেন্যুতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুটি দলই ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এবার তাদের শেষ ম্যাচটিও কি বৃষ্টিতে ভেসে যাবে?

বৃষ্টিতে পুরো ম্যাচ ভেসে না গেলেও হানা দিতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ থেকে ২২ কিলোমিটার।

এদিন সর্বোচ্চ ৯.৯ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টার হিসাবে ৩.৫ ঘণ্টার মতো। তাতে অবশ্য ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা কম।

পাকিস্তান প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৬০ রানে হারে মানে। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার মানে ৬ উইকেটে। আর বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে হার মানে ৬ উইকেটে। পরের ম্যাচে ৫ উইকেটে হার মানে নিউ জিল্যান্ডের কাছে। এই ম্যাচটি তাই উভয় দলের জন্য নিয়মরক্ষার।