উত্তরবঙ্গের রংপুর এবং শিক্ষানগরী রাজশাহীতে ব্যাটারি ব্যবসায়ী ও টেকনিশিয়ানদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে ওয়ালটন ব্যাটারির ‘জোন কানেক্ট ২০২৫’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এটি ওয়ালটন ব্যাটারি আয়োজিত দ্বিতীয় ও তৃতীয় বিভাগীয় প্রোগ্রাম। প্রথম আয়োজন হয় চট্টগ্রামে।
গত রবিবার দুপুরে রংপুর শহরের ওয়েস্টার্ন কুইজিন রেস্টুরেন্ট এবং মঙ্গলবার দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে হয় ‘জোন কানেক্ট ২০২৫’ প্রোগ্রাম। প্রত্যেক প্রোগ্রামে প্রায় দেড় শতাধিক ব্যাটারি ডিলার ও টেকনিশিয়ানের অংশগ্রহণে ওয়ালটন ব্যাটারির পরিচিতি, সচেতনতা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানগুলোতে ওয়ালটনের ব্যাটারি সম্পর্কে ব্যাটারি টেকনিশিয়ানদের উদ্দেশ্যে বিস্তারিত তুলে ধরেন ওয়ালটন ব্যাটারির হেড অব সেলস মো. বাবর আলী, ফ্যাক্টরি চিফ কো-অর্ডিনেটর মো. হাসিবুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার তৌসিফ আহমেদ প্রীতম ও প্রোডাক্ট ম্যানেজার ওয়াজেদুল ইসলাম।
বাজারে এখন ওয়ালটন ব্যাটারি তিনটি ক্যাটাগরিতে পাঁচটি ব্র্যান্ড নিয়ে সফলতার সঙ্গে ব্যবসা করছে। স্মল অ্যাপ্লায়েন্সে পাওয়ার মাস্টার ও স্কাই ভোল্টজ ব্যাটারি, মোটরসাইকেলে রোড রাইডার ও হাইপার ভোল্টজ ব্যাটারি এবং অনলাইন ইউপিএসে পাওয়ার মাস্টার ব্যাটারি। বাজারে খুব শিগগিরই গ্র্যাভিটন নামে গাড়ির ব্যাটারি নিয়ে আসছে ওয়ালটন।
জোন কানেক্ট ২০২৫ প্রোগ্রামে রংপুর ও রাজশাহী ছাড়াও নওগাঁ, দিনাজপুর, পাবনা, বগুড়া ও কুষ্টিয়া জেলা থেকে তিন শতাধিক ব্যাটারি ডিলার ও টেকনিশিয়ান অংশ নেন। অনুষ্ঠানে ওয়ালটন ব্যাটারির বিভিন্ন টেকনিক্যাল দিক, কার্যকারিতা, দীর্ঘস্থায়িত্ব এবং আফটার সেলস সার্ভিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।