গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের হয়। সেটি কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা ও মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ব্যাজ বাঁধা ছিল। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ-৩ আসন থেকে এখন পর্যন্ত আটবার জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পথ সভায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান, প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ, কোটালীপাডা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ছোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতে ইসলামীর আমির মুসনুর আহম্মেদ, সেক্রেটারি আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর রেজাউল করিম বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্তৃক গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনীত করেছে। আমি কথা দিচ্ছি, সব সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর সুখ-দুঃখে পাশে থাকব। আপনারাও আমার পাশে সব সময় থাকবেন।”
তিনি আরো বলেন, “আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আমাদের কোনো দল নেই, আমরা সবাই ভাই-ভাই। কোটালীপাড়া-টুঙ্গীপাড়াবাসী আমরা সবাই ভাই ভাই। এটাই আমাদের পরিচয়। আমি ওসি সাহেবকে বলেছি, কোন চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কোটালীপাড়ার কোনো মানুষকে হয়রানি করা যাবে না।”