অর্থনীতি

সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে সিলেট অঞ্চলের আটটি শাখা ও উপ-শাখার প্রধান, সব নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। 

বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন ও অসিম কুমার সাহা, সিলেট রিজিওনাল হেড ও এসভিপি দেবজ্যোতি মজুমদার প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।