গাজীপুরের কাপাসিয়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি মোসা. বৃষ্টি আক্তারের (২৪) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মো. ইলিয়াস মিয়া (২০) পালাতক।
রবিবার (২ মার্চ) দুপুরে কাপাসিয়া থানার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে ঘটনাটি ঘটে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃষ্টি আক্তারের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামের প্রবাসী মো. সেলিম মিয়ার স্ত্রী। অভিযুক্ত ইলিয়াস একই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
ওসি বলেন, “আমরা বিষয়টি নিয়ে নিহতের স্বামীসহ পরিবারের অন্যদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ইলিয়াস ছিল বেকার ও মাদকাসক্ত। মাঝেমধ্যে প্রবাসী সেলিমের কাছে টাকা দাবি করতেন তিনি। সেলিম কখনো দিতেন, কখনো দিতেন না। রবিবার দুপুরে ইলিয়াসের মা কাজে ও বাবা নামাজে ছিলেন। এসময় বৃষ্টিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ইলিয়াস। বৃষ্টিকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
তিনি আরো বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।”