নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন, র্যাগিং, হল দখলসহ বিভিন্ন অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবিরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে শেকৃবির দ্বিতীয় ফটক এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে এসে আলমগীরের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
মিছিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা “আলমগীরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দখলদারদের ঠিকানা শেকৃবিতে হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবির ছাত্রলীগের সাবেক কর্মীদের পুনর্বাসন করছেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের র্যাগিং করা, হল দখল ও ক্যান্টিন দখলের মতো ঘৃণিত কাজ নিয়মিত করে যাচ্ছেন। এমনকি ছাত্রলীগের অনুগতদের ছাত্রদলে ভিড়িয়ে নিজের দল ভারি করছেন। এজন্য আমরা তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি।
এ বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।