দিনাজপুরের হিলিতে রাতারাতি বেগুনের দাম বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। রমজানের আগের দিন বেগুনের দাম ছিল প্রতি কেজি ১৫ টাকা। এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় হিলির বাজারগুলো ঘুরে জানা গেছে, পবিত্র রমজানের আগের দিন বেগুনের কেজি ছিল ১৫ থেকে ২০ টাকা। প্রথম রোজার দিনে দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা।
ইফতারে রোজাদারদের কাছে অন্যতম পছন্দের খাবার বেগুনি বা বেগুনের চপ। তাই, রমজানে এ সবজির চাহিদা বেড়েছে। এর সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীসহ বেগুনচাষিরা। কয়েক গুণ দাম বাড়ায় হতাশ সাধারণ মানুষ।
জহুরুল ইসলাম নামের এক ক্রেতা বলেছেন, “সবজির বাজার যেন মগের মুল্লুক। রাতারাতি আকাশছোঁয়া দাম। রোজার দুই দিন আগে ১৫ টাকা কেজি দরে বেগুন কিনেছিলাম। আজ সেই বেগুন ৭০ টাকায় কিনতে হলো। দাম বাড়ার তো একটা লিমিট থাকা দরকার।”
আজাহারুল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, “রমজান মাসে ইফতারে বেগুনি সবার প্রিয়। এত দাম বাড়লে আমাদের মতো সাধারণ ক্রেতারা কীভাবে বেগুন কিনবে?”
হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “রমজানের আগে বেগুনের তেমন চাহিদা ছিল না। বর্তমান এর অনেক চাহিদা। প্রায় সব কাস্টমার বেগুন কিনছেন। চাহিদা বাড়ায় কৃষকরাও হঠাৎ দাম বেশি নিচ্ছেন। বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। আমরা প্রকারভেদে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বেগুন বিক্রি করছি।”