উদ্যোক্তা/ই-কমার্স

হাফসা মোসলেমের ঈদের গহনায় আভিজাত্য

দেশী কারিগরদের হাতে তৈরি গহনা নিয়ে কাজ করছেন ‘আটকুঠুরি নয় দরজা’-এর কর্ণধার হাফসা মোসলেম।  কি নেই তার কালেকশনে? গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড, তামা, পিতলের গহনা সব পাওয়া যায় ‘আটকুঠুরি নয় দরজা’তে। এটি একটি অনলাইন উদ্যোগ।

আট কুঠুরি নয় দরজা'র কর্ণধার হাফসা মোসলেম

হাফসা মোসলেম রাইজিংবিডির পাঠকদের উদ্দেশ্যে বলেন, ‘‘গত কয় এক মাসের অভিজ্ঞতা থেকে আটকুঠুরি নয় দরজা এবারের ঈদে বাজেট কমিয়ে তামা পিতলের গহনা নিয়ে বেশি কাজ করছে। আর এমনিতেও আটকুঠুরি নয় দরজার সিগনেচার গহনা তামা-পিতলই। তবে বাজেট কমিয়ে ছোট নেকলেস সেট এবার বেশি করা হয়েছে। পিতলের তৈরি নেকলেসের পাশাপাশি বালা,আংটি, নুপুরও থাকছে। এ ছাড়াও কালো ব্রাশের উপর ইলেকট্রোপ্লেটিং করা নেকলেস আমার ক্লায়েন্টদের বেশি পছন্দ।’’

পিতলের তৈরী নেকলেস

তিনি আরও বলেন, ‘‘আমাদের যেহেতু দেশী পিতলের গহনা বেশি তৈরি হয় আমার কাছে তাই মনে হয় গোল্ড প্লেডেট/সিলভার প্লেটেড এর চাইতে আমাদের কাছে আমাদের অডিয়েন্স পিতলের গহনাই বেশি চাচ্ছে, আসলে প্রতিটা ব্যবসায়ীর অডিয়েন্স আলাদা হয় আমার অডিয়েন্স বা ক্লায়েন্ট যেটাই নলেন না কেন তারা পিতলের গহনাটাই বেশি পছন্দ করেন।’’

 গয়নায়  ঐতিহ্য ও আধুনিকার মিশেল

হাফসা মোসলেম নিজে গহনার ডিজাইন করেন। মনের মাধুরী মিশিয়ে এক একটি ডিজাইন ফুটিয়ে তোলেন তিনি। ঈদের গহনায় উৎসবের আমেজের দিকটি যেমন খেয়াল রেখেছেন তেমনি এই ডিজাইনার জানেন, ঈদ মানে বিয়ের মৌসুমও। তাই ‘আটকুঠুরি নয় দরজা’র কালেকশনের বিশেষ স্থান পেয়েছে বিয়ের গহনাও।  

হাফসা মোসলেম বলেন, ‘‘ঈদের পর পরই আমাদের দেশে একটা বিয়ের মৌসুম চলে আসে তখন গোল্ড প্লেটেড গহনাটাই ক্লায়েন্ট বেশি পছন্দ করেন। এই দিকটি বিবেচনা করে বাজের ফ্রেন্ডলি গোল্ড প্লেটেড গহনা রাখা হয়েছে এবারের কালেকশনে।’’

দরদাম: আট কুঠুরির নয় দরজার নেকলেসের দরদাম শুরু হয় ৬৫০ টাকা থেকে। 

হাফসা মোসলেমের পছন্দ ফিঙ্গার রিং

রাইজিংবিডি জানতে চেয়েছিল এই ডিজাইনারের নিজের পছন্দের গয়না সম্পর্কে। হাফসা মোসলেম বললেন, তিনি সব সময়ই অল্প সাজগোজ করতে পছন্দ করেন। কারণ তার নিজের কাছে মনে হয় তাকে খুব বেশি ভারী সাজগোজে মানায় না! তার পছন্দ হালকা সাজগোজের সাথে হালকা গহনা। গহনার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ ফিঙ্গার রিং। হাফসা মোসলেমের নাকি মাঝে মাঝে  ইচ্ছা হয়, নিজের কালেকশনের সব ফিঙ্গার রিং নিজের জন্য রেখে দিতে। 

ছবি: আট কুঠুরি নয় দরজা’র সৌজন্যে