জাতীয়

ঢাকার রাশিয়ান হাউজে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

উৎসব আয়োজনের মধ্য দিয়ে ঢাকার রাশিয়ান হাউজে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।

ঢাকা রুশ ভবনে সোভিয়েত বা রুশ প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের সাথে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গত ৬ মার্চ এক আনন্দঘন সন্ধ্যার আয়োজন করা হয়। উষ্ণ পরিবেশে ১০০-র বেশি অতিথি একত্রিত হয়ে এই বসন্ত উৎসবে নারীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষভাবে ৫০ জন নারীকে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পক্ষ থেকে স্মরণীয় ক্রেস্ট এবং ফুল উপহার হিসেবে প্রদান করা হয়, যা ভালোবাসা, শ্রদ্ধা ও সংস্কৃতি এবং শিক্ষার বিকাশে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়েছে।

এ বছর এই অনুষ্ঠান পবিত্র রমজান মাসে হওয়ায় ঢাকার রাশিয়ান হাউজ একটি সম্মিলিত ইফতারের আয়োজন করে।ধর্ম নির্বিশেষে অতিথিরা ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন। যা ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে আরো সুদৃঢ় করে।

অনুষ্ঠানটি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে অব্যাহত থাকে, যেখানে নতুন সাংস্কৃতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। যা শিক্ষা, শিল্প এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়াকে আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে বলে আশা করা হয়।