দেশব্যাপী সন্ত্রাস, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষার্থীরা।
বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, এ বাংলায় ধর্ষকের কোন ঠাঁই হতে পারে না। ভয় থেকে নারী ও শিশুদের নিরাপত্তা দিয়ে অস্থির পরিবেশ থেকে পরিত্রাণ দিতে হবে। ফ্যাসিস্টের প্রেত্মাতারা এ ধরনের নিকৃষ্ট কাজের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করার ঘৃণ চক্রান্ত করছে।
এজন্য সরকারকে এসব অপরাধীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং দ্রুত আছিয়ার ধর্ষকের বিচার দাবি করছি।
মানববন্ধনে শিক্ষার্থীরা তিনদফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো- ধর্ষকের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে; সাতদিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত এবং ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে; ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং সরকারকে পরিবারের দায়-দায়িত্ব নিতে হবে।
শিক্ষার্থীদের এ আয়োজনে আইএসইউ শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদী পদযাত্রা করেন।