বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কাফরুলে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। একই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
আদালতের কাঠগড়ায় বসার জন্য কামাল আহমেদ মজুমদারকে কাঠের চেয়ার দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালতের কাঠগড়ায় তাকে তোলা হয়।
সকাল ১০টা ৮ মিনিটে তাদের সিএমএম আদালতের হাজতখানা থেকে কাঠগড়ায় তোলা হয়। এসময় হেলমেট, বুলেট প্রুভ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। আসামিদের মধ্যে কামাল আহমেদ মজুমদারকে দুই পুলিশ সদস্য ধরে আদালতে তোলেন। আদালতে তোলার পর তার হেলমেট খোলা হয়। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। এসময় সাবেক মেয়র আতিকুল ইসলাম কাঠগড়ায় কামাল আহমেদ মজুমদারকে বসতে দেওয়ার জন্য চেয়ার দিতে অনুরোধ করেন। তখন আদালতের এক কর্মচারী আতিকুল ইসলামের কাছে কাঠের চেয়ার দেন। এরপর ১০টা ১৩ মিনিটের দিকে চেয়ারে বসেন কামাল আহমেদ মজুমদার। পুরা শুনানি চলাকালে তিনি চেয়ারে বসে ছিলেন। মাঝেমধ্যে কাঠগড়ার লোহার বেরিকেডে মাথা নিচু ছিলেন। এসময় তার বাম হাতে হাতকড়া ছিল। শুনানি শেষে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে আবার হাজতখানায় নেওয়া হয়।
গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।