যশোরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে হায়াতুন রহমান সুজন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলাটি করেন।
যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার (পিবিআই) যশোরকে নির্দেশ দিয়েছেন। কোর্ট ইন্সপেক্টর রোকসানা পারভীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত সুজন সদর উপজেলার মৃত আতর আলী বিশ্বাসের ছেলে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার মেয়েকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সুজন প্রায়ই উত্ত্যক্ত করত। মেয়েকে বিভিন্ন আপত্তিকর কথা বলত সুজন। বিষয়টি সুজনের পরিবারকে জানানো হয়। তবে, তার পরিবার কোনো পদক্ষেপ নেয়নি।
গত ১৫ মার্চ দুপুর আড়াইটার দিকে তার মেয়ে বাড়ির বাথরুমে গোসল করছিল। সুজন বাথরুমের ছাদে উঠে মোবাইল ফোনে তার মেয়ের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। একপর্যায়ে বিষয়টি টের পেলে সুজন দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর সুজনের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং অভিযুক্ত সুজন আরো উত্তেজিত হয়ে ওঠে।
ভুক্তভোগীর বাবা গত ১৬ মার্চ যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। এতে সুজন বেপরোয়া হয়ে ওঠে। বাধ্য হয়ে ন্যায়বিচারের আশায় তিনি আদালতে মামলাটি দায়ের করেন।