বিনোদন

মেয়ের বলিউড অভিষেক নিয়ে মুখ খুললেন কাজল

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নিশা ও যুগ। সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন নিশা। শোবিজ অঙ্গনে এখনো পা রাখেননি। কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান।

কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন নিশা। নিউজ১৮ আয়োজিত এক অনুষ্ঠানে এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন কাজল। মেয়ের বলিউড অভিষেক নিয়ে কাজল বলেন, “মোটেও না। তার বয়স এখন ২২ বছর অথবা ২২ হতে চলেছে। আমার মনে হয়, চলচ্চিত্রে আসার সিদ্ধান্ত আপাতত সে নেয়নি।”

তরুণ অভিনয়শিল্পীদের কী পরামর্শ দেবেন? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, “প্রথমত বলতে চাই, সবার কাছ থেকে পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করেন, ‘আমার কী করা উচিত?’ তাহলে এক শ লোক লাইনে দাঁড়িয়ে বলবে, ‘তোমার এটা করা উচিত, তোমার নাক বদলানো উচিত, তোমার হাত বদলানো উচিত, চুলের রঙ বদলানো উচিত, এটা করা উচিত, ওটা করা উচিত।”

১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু হয় কাজলের। মুক্তির পর খুব একটা চলেনি। তারপরই শুরু হয় কাজলের বিজয়রথ। ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজ করেন কাজল। প্রথম সিনেমায় নিজেকে মেলে ধরতে না পারলেও ‘বাজিগর’ দিয়ে নিজের জাত চেনান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কাজলকে।

১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। ২০০৩ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় নিশা। ২০১০ সালে জন্মগ্রহণ করে পুত্র যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া শেষ করে বর্তমানে সুইজারল্যান্ডে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন নিশা।