খেলাধুলা

জয়ে ফিরে সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স

আগের ম্যাচ হেরে সুপার লিগে উঠা নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এক ম্যাচ পরই তাদের ভাগ্যবদল হলো। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স নিশ্চিত করেছে সুপার লিগ।

১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার তিন নম্বরে। শীর্ষে আছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির-৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে ৩০২ রান করে। জবাব দিতে নেমে পারটেক্স আটকে যায় ৯ উইকেটে ১৩২ রানে।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের নায়ক শামীম মিয়া। ব্যাটিংয়ে ৫৩ বলে ৫৩ রানের পর বোলিংয়ে ৭ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন। রানে ফিরেছেন গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয়। ৯০ বলে ৯ চারে ৭৮ রান করেন। এছাড়া সাব্বির হোসেন শিকদার ৬৪ রানে অপরাজিত থাকেন। ৩৭ রানে আসে তোফায়েলের ব্যাট থেকে। ইনিংসের শুরুতে ৪৬ রান আসে সাদিকুর রহমানের ব্যাট থেকে।

পারটেক্সের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন তানভীর, ইয়াসিন ও রুবেল মিয়া।

জবাব দিতে নেমে পারটেক্সের ওপেনার আদীল বাদে লড়াই করতে পারেননি কেউ। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৩ রান করেন। ১৭ রানের দুটি ইনিংস খেলেন আহরার আমিন ও তানভীর হোসেন।

শামীম বাদে ২টি করে উইকেট পেয়েছেন ওয়াসি সিদ্দীকি ও তোফায়ের আহমেদ।