লাইফস্টাইল প্রতিবেদক : আলিশা প্রধান। একজন চিত্রনায়িকা। গ্ল্যামার আর দুর্দান্ত অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন দর্শকদের। যার রূপে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। ভক্তরা যাকে বড় পর্দায় দেখে অভ্যস্ত। তার ব্যক্তিগত জীবন অনেকেরই অজানা। তার দৈনন্দিন জীবনের নানা কথাই জানাচ্ছেন লাইফস্টাইল প্রতিবেদক রাহাত সাইফুল। মানুষের জীবনে প্রেম ভালোবাসা খুবই স্বাভাবিক ব্যাপার। এ বেড়াজালেও তিনি আটকে যান মাত্র দশ বছর বয়সে। এটিই তার প্রথম প্রেম। তবে তার বয়ফ্রেন্ড তাকে প্রোপোজ করেছিল একটু ভিন্ন আঙ্গিকে। টিফিন বক্সে একটা ললিপপ আর একটা গোলাপ ফুল দিয়ে ভালোবাসার আবেদন জানিয়েছিল পাগল ছেলেটি। কিন্তু দুই বছর পর কানাডায় চলে যায় আলিশার প্রেমিক। এভাবেই প্রথম প্রেমের অবসান। তার পরেও অবশ্য অনেক প্রেম-ই হয়েছে।কুমিল্লার মেয়ে আলিশা প্রধান। বাবা মনির প্রধান। মা হুসনা প্রধান। বড় বোন মেহজাবিন আর ছোট ভাই রায়ানকে নিয়েই তার পরিবার। এ পরিবারেই বেড়ে উঠেছেন তিনি।
কিছু অজানা তথ্য উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্জি। ওজন : ৪৯ কেজি। গায়ের রং : ফর্সা। চোখ : কালো। পছন্দের কণ্ঠশিল্পী : অর্ণব ও পরশী।পারফিউম : নিনা রিচি। প্রিয় মুভি : গন উইথ দ্য উইন্ড (১৯৩৯) প্রিয় শিক্ষক (চলচ্চিত্র) : চাষী নজরুল ইসলাম। প্রিয় স্থান : আবুধাবি ও প্যারিস। প্রিয় বন্ধু : সোন, সাবা, রিচি, কার্লোজ ও ফাইজা।প্রিয় মুহুর্তো : ছোট ভাইয়ের জন্মগ্রহনের মুর্হূত। প্রথন সিনেমার শুটিং আর ১৮ বছরে বয়সে প্রেমে পরার সেই মুহুত। প্রিয় ব্যাক্তি : মা-বাবা।প্রিয় রং : কালো, লাল।রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৪/রাশেদ শাওন/শান্ত