বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক পূর্ব নির্ধারিত সব অনুষ্ঠান যথারীতি আয়োজন করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রবিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম।
জেলা প্রশাসন জানায়, চট্টগ্রামে বাংলা নববর্ষ উদযাপন বন্ধ শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রচারিত হচ্ছে মর্মে জানা গেছে, যা সত্য নয়। প্রকৃতপক্ষে সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পূর্ব নির্ধারিত সব সরকারি কর্মসূচি (শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ইত্যাদি) যথাসময়ে ও যথাস্থানে (শিল্পকলা একাডেমি) অনুষ্ঠিত হবে।