চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার ভাণ্ডারি কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ মানিক (৩৫) স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত রাতে একদল দুর্বৃত্ত যুবদল কর্মী মানিককে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।