নাটোরে মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের পর রিকশায় করে শহর ঘোরানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় ঘটনাটি ঘটে।
ভিডিওতে দেখা যায়, নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) রিকশায় শুইয়ে পিঠের ওপর পা দিয়ে চেপে ধরেছেন এক যুবক। এসময় গান বাজছিল।
ফয়সাল হোসেন কদর বলেন, “আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফিরছিলাম। এসময় পেছন থেকে এসে আমাকে মারধর শুরু করেন নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েরের সমর্থকরা। আমি কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে আমাকে শুইয়ে মারতে শুরু করেন তারা। এভাবে পুরো শহর ঘুরায় তারা। পরে লিখিত মুচলেকা নিয়ে আমাকে বাবা-মার কাছে তুলে দেন তারা।”
নাটোর নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের সাংবাদিকদের বলেন, “ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে (কদরকে) মারধর করছিল। আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছি।”
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি জানি না। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।”