কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকালে আবু তাহেরসহ তিন কৃষক বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে জমিতে সেচ দেওয়ার জন্য নির্মিত মেশিন ঘরে আশ্রয় নেন তারা। এসময় বজ্রপাত ওই ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই তাহের মিয়া মারা যান। আহত হন তার সঙ্গে থাকা দুই জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’’