সারা বাংলা

গোপালগঞ্জ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সম্পাদক গ্রেপ্তার

শেখ রাসেল শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শিমুল হাচানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, রবিবার উপজেলার ঘাঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. শিমুল হাচানকে গ্রেপ্তার করা হয়। তিনি শেখ রাসেল শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। তাকে আজ গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হবে। এরপর তাকে আদালতে তোলা হবে।