নাটোরের নলডাঙ্গা উপজেলায় অটোরিকশা উল্টে এসএসসি পরীক্ষার্থী রাকিবুল ইসলামের ( ১৭) মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের মহিষমারী সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় তার মুত্যু হয়।
নিহত রাকিবুল ইসলাম উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসনের ছেলে ও বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন করেছেন।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলাম ও তার চার সহপাঠী অটোরিকশা ভাড়া করে গিয়ে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তারা অটোরিকশায় করে বের হয়। এ সময় মাধনগর যাওয়ার পথে নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতুর কাছে অটোরিকশা উল্টে গেলে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।