আইন ও অপরাধ

সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য ঠিক নয়: ডিবি

গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ডিবি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি—মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন যে, গত ৫ আগস্টে ডিবির হেফাজতে থাকা সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে। 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।