জাতীয়

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যয়ে দুই কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রাইজিংবিডিকে বলেন, “ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে। দুই কলেজের শিক্ষার্থীরা এখন নিজ নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে।”

সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে সায়েন্স ল্যাবের আশপাশের সড়কগুলোয় অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে।উদ্ভুত পরিস্থিতিতে ওই এলাকায় এক প্রকার উত্তপ্ত পরস্থিতি বিরাজ করছে। 

গতকাল সোমবারও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এর আগে, গত সপ্তাহেও এই দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ হয়।