সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) ২০২৪-২৫ সেশনের জন্য নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তরের সিকৃবি প্রতিনিধি এস এম রায়হানুল নবী ও সাধারণ সম্পাদক পদে এডুকেশন টাইমস এর প্রতিনিধি মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল ) দুপুরে সিকৃবি টিএসসিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দিনের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের একাধিক প্রার্থী না থাকায় নয়টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন— দপ্তর সম্পাদক মো. মাসুদুর রহমান খোন্দকার, অর্থ সম্পাদক আইনুল হক, নির্বাহী সদস্য আদিব হাসান প্রান্ত
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— মো. মোবাশশির রহমান, মো. আল আমিন বাপ্পী, তামীম জামান এবং কামরুজ্জামান সজীব।
সিকৃবিসাস এর নবনির্বাচিত সভাপতি এসএম রায়হানুল নবী বলেন, “সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য এক গৌরবময় দায়িত্ব ও চ্যালেঞ্জ। এ পদকে আমি শুধু সম্মান নয়, একটি নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে আমাদের কলম চলবে—নির্ভীকভাবে, অবিচলভাবে।”