বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক বিবৃতিতে ভ্যাটিকান বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ভ্যাটিকানের সংক্ষিপ্ত বিবৃতি অনুসারে, সেন্ট পিটার্স স্কোয়ারে শেষকৃত্য অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কার্ডিনাল কলেজের ডিন কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে।
উপাসনা অনুষ্ঠানের পর কফিনটি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এবং তারপর ফ্রান্সিসের অনুরোধে সমাহিত করার জন্য সান্তা মারিয়া ম্যাগিওরের ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হবে।
ভ্যাটিকান আরো জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানাতে পারবে।
২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। সোমবার ভ্যাটিক্যানে নিজ বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।