বিনোদন

সরকারি অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো

চলতি অর্থবছরের (২০২৪-২৫) জন্য সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব জমাদানের সময়সীমা বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পূর্বঘোষণা অনুযায়ী, প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ছিল ৭ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে এখন সেই সময়সীমা বাড়িয়ে ২৭ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, “২০২৪-২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংশ্লিষ্ট পেশাদারদের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব আহ্বান করা হয়েছিল। পূর্বঘোষিত শর্তাবলি অপরিবর্তিত রেখে প্রস্তাব জমাদানের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।”

চলতি বছর সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে সর্বমোট ৩২টি চলচ্চিত্রে অনুদান দেওয়ার কথা রয়েছে।

অনুদানের জন্য আগ্রহী প্রার্থীদের যেসব তথ্য ও উপকরণসহ পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দিতে হবে তার মধ্যে রয়েছে— চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য, নির্মাণের সার্বিক পরিকল্পনা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের তালিকা, প্রতিটি প্রস্তাবের ১২টি কপি।

অনুদান প্রাপ্তির পরেও সরকার প্রয়োজনে নতুন শর্ত আরোপ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিবছর বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে মেধা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে উৎসাহিত করতেই এই অনুদান কার্যক্রম পরিচালনা করে সরকার।