অর্থনীতি

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিল ওয়ালটন

লক্ষ্মীপুরের রামগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে স্বামী নুরুল হুদাকে নমিনি করে পণ্য কিনেছিলেন মরিয়ম বেগম। এরপর অসুস্থতার কারণে তার স্বামী মারা যান। এ অবস্থায় ওই পরিবারের পাশে দাঁড়ায় রামগঞ্জ ওয়ালটন প্লাজা। পাওনা টাকা মওকুফ করে দেওয়া হয় আর্থিক সুবিধা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে প্লাজার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কিস্তি ক্রেতা মরিয়ম বেগমকে এই সহায়তা দেওয়া হয়।

রাইজিংবিডির লক্ষ্মীপুর প্রতিনিধি জাহাঙ্গীর লিটনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রিজওনাল ক্রেডিট ম্যানেজার (চাঁদপুর এরিয়া) মিজানুর রহমান, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন, রামগঞ্জ প্লাজার ম্যানেজার মমিনুল ইসলাম প্রমুখ।

ওয়ালটন প্লাজা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ জুন ওয়ালটন প্লাজা-রামগঞ্জ, লক্ষ্মীপুর শাখা থেকে কিস্তিতে মরিয়ম বেগমের স্বামী নুরুল হুদাকে নমিনি করে একটি ফ্রিজ কিনেন।গত ৪ ফেব্রুয়ারি মারা যান নুরুল হুদা। এ অবস্থায় ওয়ালটনের কিস্তি সুরক্ষা সহায়তার আওতায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।সঙ্গে কিস্তির বকেয়া টাকা মওকুফ করে দেওয়া হয়েছে।

এদিকে, ওয়ালটনের অনুদান পেয়ে কিস্তি ক্রেতা সুরক্ষানীতির জন্য ওয়ালটন পরিবারের কাছে কৃতজ্ঞ ও ওয়ালটনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।