সারা বাংলা

গোয়ালন্দে পদ্মা নদী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থে‌কে অজ্ঞাত এক যুব‌কের অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। র‌বিবার (২৭ এপ্রিল) সকা‌লে উপ‌জেলার ছোটভাকলা ইউনিয়নের চরকাচরন্দ এলাকা থে‌কে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়।

দৌলত‌দিয়া নৌ পু‌লিশের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বলেন, ‘‘অজ্ঞাত এক যুব‌কের মাথাবিহীন মর‌দেহ নদী‌তে ভাসতে দে‌খে পু‌লি‌শে খবর দেন স্থানীয়রা। প‌রে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে‌।’’

‘‘ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে ওই যুব‌কে হত্যার পর মরদেহ নদী‌তে ফে‌লে দিয়েছে দুর্বৃত্তরা। নিহতের প‌রিচয় শনা‌ক্তের পাশাপা‌শি হত‌্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে পু‌লিশ।’- যোগ করেন তিনি।