বিনোদন

‘বন্ড সই’ দিয়ে হাসপাতাল থেকে শুটিংয়ে ফেরেন কাঞ্চন

অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। ডায়েরিয়া ও বমির কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিস্ময়কর ব্যাপার হলো, হাসপাতালে ভর্তি হওয়ার পর কিছুটা সুস্থ হলে ‘বন্ড সই’ দিয়ে ছুটি নিয়ে ফের শুটিংয়ে ফেরেন। শুটিং শেষে আবারো হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমে কাঞ্চন মল্লিক বলেন, “হঠাৎ অতিরিক্ত গরম পড়ে গিয়েছে। তার মধ্যেই শুটিং করেছি। সে কারণেই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আবার জল-খাবার থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। বিপাকক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছিল। শরীর পানিশূন্য হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।”

নতুন একটি সিনেমায় অভিনয় করছেন কাঞ্চন। এ সিনেমার শুটিং চলকালীন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হয়ে কিছুটা সুস্থ অনুভব করলে, জোর করেই আবার শুটিংয়ে যোগ দেন। এ তথ্য জানিয়ে কাঞ্চন মল্লিক বলেন, “এজন্য হাসপাতালে বন্ড সই করতে হয়েছিল। বানতলাতে তখন জোরকদমে শুটিং চলছে। আমি গিয়েছি। শুটিং করেছি। আবার হাসপাতালে ফিরে, স্যালাইন নিয়েছি।”

কাঞ্চন এখন আগের চেয়ে ভালো আছেন। বাসায়ও ফিরেছেন। অসুস্থ শরীর নিয়েও শুটিংয়ে অংশ নেওয়ার বিষয়ে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ বলেন, “এটা প্রমাণিত সত্য যে, কাঞ্চনের প্রথম প্রেমিকা, প্রথম বউ হচ্ছে কাজ।”

ঘটনার বর্ণনা দিয়ে শ্রীময়ী চট্টরাজ বলেন, “গত ১৩-১৪ এপ্রিল থেকে কাঞ্চনের প্রায় দিন-রাত শুটিং চলছিল। সারারাত জেগে শুটিং করেছে। ১৫ তারিখে কাঞ্চনের প্রচণ্ড বাড়াবাড়ি হয়। লুজ মোশন আর বমি শুরু হয়। ওষুধ খেয়ে কাঞ্চন সেটা সামাল দেওয়ার চেষ্টা করেছিল। কাঞ্চন হাসপাতালে ভর্তি হতে চায় না। ১৬ তারিখে কাঞ্চন আর পারছিল না। সেদিন সকালে অন্য শুটিং, রাতে ‘রক্তবীজ টু’-এর শুটিং ছিল। সেখান থেকে ও ফোন করে জানায় যে, ও আর পারছে না। ওই রাতে কাঞ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়।”