কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার অষ্টগ্রাম, মিঠামইন ও কটিয়াদী উপজেলায় বিভিন্ন হাওরে এসব বজ্রপাত হয়।
অষ্টগ্রামে নিহত ইন্দ্রজীত দাস (৩৬) উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া (১৪) খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। মিঠামইনে নিহত কৃষাণী ফুলেছা বেগম (৬৫) উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আস্রব আলীর স্ত্রী।এছাড়াও কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকিপাড়া গ্রামের বাসিন্দা আবু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৪৫)।
এ ঘটনায় অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ইন্দ্রজিত দাস সকালে হালালপুর গ্রামের পাশে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। স্বাধীন মিয়া খয়েরপুরের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।
মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) অর্পণ বিশ্বাস জানান, সকালে মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে বাড়ির পাশে খলায় ধানের কাজ করার সময় ফুলেছা বেগম নামে এক নারী বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা গেছে।
এছাড়া কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিকেলে মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব বধিয়া বিলে মাছ ধরতে গিয়ে শাহজাহান নামে এক জেলে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তার মরদেহ উদ্ধার করে।