বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (চট্ট-৭০৭) সভাপতি মো. জাকারিয়া আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে মহানগরের মদিনা মার্কেটস্থ তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। শ্রমিক নেতা জাকারিয়া নানা কারণে সিলেটে ছিলেন আলোচিত।
অভিযোগ রয়েছে, সিলেটের পরিবহন সেক্টরে রয়েছে শ্রমিক নেতা জাকারিয়ার একক আধিপত্য। বিএনপি-জামায়াত হরতাল দিলে গাড়ি সচল রাখার দায়িত্ব ছিল তার। আবার বিএনপি জামায়াত কর্মসূচী দিলে নানা ইস্যু সৃষ্টি করে কর্মবিরতির নামে গণপরিবহন চলাচল বন্ধ করে দিতেন তিনি। এনিয়ে সাধারণ যাত্রীরাও ছিলেন জাকারিয়ার উপর ক্ষুব্ধ।
এসএমপির কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “জাকারিয়াকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। বিজ্ঞ আদালত মঞ্জুর করলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো।”
ওসি জানান, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়েরকৃত ৫টি হত্যা-নাশকতা মামলার আসামি জাকারিয়া আহমদ।