বিনোদন

ববিকে নিয়ে ‘শিরোনাম’-এ নিরব

ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন চিত্রনায়ক নিরব হোসেন। তার বিপরীতে এবার বড় পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। নতুন একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা, সিনেমাটির নাম ‘শিরোনাম’। 

জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ‘শিরোনাম’ সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটির গল্প, চরিত্র এবং লোকেশন নিয়ে প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিরব ও ববি দুজনই এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন।

চলচ্চিত্রের পাশাপাশি চিত্রনায়িকা ববি নিয়মিত স্টেজ শোতেও পারফর্ম করছেন। সম্প্রতি তিনি কক্সবাজারে একটি জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সোমবার (২৮ এপ্রিল) রাতে সেখানে নাচ পরিবেশনা করেন। মঙ্গলবার দুপুরেই ঢাকায় ফিরেন।

এদিকে, ববি অভিনীত ‘বউ’ নামের একটি সিনেমার কাজ শেষ পর্যায়ে। সিনেমাটির মূল অংশের শুটিং শেষ হয়েছে, কেবল একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। খুব শিগগির এটিও সম্পন্ন হবে বলে জানা গেছে।

বর্তমানে ববির হাতে আরো কিছু নতুন সিনেমা ও বিজ্ঞাপনের প্রজেক্ট রয়েছে। সবগুলো কাজ শেষ করে শিগগির নতুন সিনেমার ঘোষণা দিবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

নিরব ও ববি দুজনই ঢাকাই সিনেমার পরিচিত মুখ। এই জুটির ‘শিরোনাম’ নিয়ে তাদের ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।