অর্থনীতি

আরো বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার গ্রোস রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। সেই সঙ্গে বেড়েছে প্রকৃত রিজার্ভ। বিপিএম-৬ অনুযায়ী প্রকৃত রিজার্ভ বেড়ে ২২ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ঈদের আগে গত ২৮ মার্চ গ্রোস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫০ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বেশি।

গত মার্চ মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩২৯ কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রার এর পরিমাণ ৪০ হাজার ৪৬৭কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)। একক মাস হিসেবে তা সর্বোচ্চ। রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসায় রিজার্ভও বেড়েছে। রেমিট্যান্স আসার ধারা এপ্রিল মাসেও অব্যাহত আছে। ফলে, রিজার্ভ আরো বাড়ছে। এপ্রিল মাসের ২৬ দিনে ২২৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। ডলারের দাম ১২০ থেকে ১২৩ টাকা ছিল। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। বিপরীত দিকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে, যা রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।