সারা বাংলা

গোপালগঞ্জে ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে নির্মাণাধীন তিন তলা ভবনের সিঁড়ির সেন্টারিংয়ের কাজ করার সময় নিচে পড়ে সোহেল খান (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার দেবাসুর গ্রামের ইকুল শিকদারের বাড়িতে ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া সোহেল খান একই উপজেলার খইলশাখালী গ্রামের লিয়াকত আলি খানের ছেলে।

সোহেলের বাবা লিয়াকত আলি খান জানান, তার ছেলে দেবাসুর গ্রামের ইকুল শিকদারের নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন।  দোতালার কাজ শেষ করে তিন তালার সিঁড়ির সেন্টারিংয়ের কাজ করতে যান তিনি। এসময় সোহেল নিচে পড়ে গুরুতর আহত হন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।