দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩০ এপ্রিল) কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
শনিবার (৩ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির গড়ে ২৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.১৬ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ১৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৭ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৭ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ৩.১৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ২.৭৯ শতাংশ, শাহজিবাজার বাজারের ২.৫৮ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২.১৯ শতাংশ, সিটি ব্যাংকের ২.০১ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১.৯২ শতাংশ এবং বেক্সিমকো ফার্মার ১.৬৭ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে।