দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩০ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার (৩ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২৫.১২ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পিানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬০.১০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪৫ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ারের ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাহজিবাজার পাওয়ারের ১৩.৫১ শতাংশ, ডেসকোর ১২.৮৭ শতাংশ, পাওয়ার গ্রিডের ১২.৩০ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ১০.৭১ শতাংশ, মীর আখতারের ১০.৩১ শতাংশ, জিল বাংলার ৯.৩৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৮.০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৮.০০ শতাংশ ও এইচ আল টেক্সটাইলের ৭.৯০ শতাংশ শেয়ারদর কমেছে।