নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে রাহাজ কাজী (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া রাহাজ কাজী পাঁচুড়িয়া গ্রামের মৃত জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২ মে) রাতে নিজ ঘরে ঘুমাতে যান রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তারা ঘরের ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।”