সারা বাংলা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে এনসিপি, রাজশাহীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হয়।

এ সময় জাতীয় নাগরিক পার্টির রাজশাহীর সদস্য মোবাশ্বের রাজ, আবির হাসান রুদ্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, সদস্য সচিব মো. রহমতউল্লাহ, মহানগরের সদস্য সচিব হযরত আনাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার প্রমুখ উপস্থিত ছিলেন।