কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রায় ৩৫০ মিটার এলাকা থেকে প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিস্কার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিএনসিসি সেনা শাখা।
রবিবার (৪ মে) ‘নো প্লাস্টিক নো পলিউশন, ক্লিন বিচ ক্লিন সল্যুশন’ স্লোগানে এই কর্মসূচি বাস্তবায়ন করেন তারা।
পরিবেশ বিষয়ক সচেতনতামূলক এই কার্যক্রমে নেতৃত্ব দেন ক্যাডেট সিইউও মো. আশরাফুল ইসলাম। তত্বাবধানে ছিলেন ২/লে অধ্যাপক ড. বায়জিদ মাহমুদ খাঁন (বিএনসিসিও) এবং ২/লে অধ্যাপক ড. ইসমাইল হোসেন।
সিইউও মো. আশরাফুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন স্থানে ভ্রমণে গেলে মনের অজান্তেই অনেক অপচনশীল বর্জ্য- বিশেষত প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলে পরিবেশকে দূষিত করি। এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের এই আয়োজন।”
২/লে অধ্যাপক ড. ইসমাইল হোসেন (বিএনসিসিও) বলেন, “চবির বিএনসিসি সেনা শাখা কক্সবাজারে পিকনিকে গিয়ে প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিষ্কার করে। সদস্যরা আশেপাশের এলাকায় যত্রতত্র ফেলা বিভিন্ন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন এবং সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে উদ্বুদ্ধ করেছেন। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ।”
তিনি আরো বলেন, “প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলানোয় সমুদ্রের জীববৈচিত্র্য আজ ধ্বংসের মুখে। আমরা এখনই সচেতন না হলে পুরো মানবজাতি বিপর্যয়ের সম্মুখীন হবেন।”