সারা বাংলা

কচি ঘাস খেয়ে ৩ গাভির মৃত্যু, নমুনা সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কচি ঘাস খেয়ে একসঙ্গে তিনটি গাভির মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে ঘটনা ঘটে। মারা যাওয়া গাভিগুলো কিমারা বেগমের। তিনি একই গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো আজ রবিবার সকালে গাভিগুলোকে কচি ঘাস খেতে দিয়েছিলেন কিমারা বেগম। সুস্থ-সবল গাভিগুলো ঘাস খেয়ে বেলা ১১টার দিকে একসঙ্গে মারা যায়। এ দৃশ্য দেখে চিৎকার করে কানতে শুরু করেন কিমারা বেগম। 

কিমারা বেগম বলেন, “স্বামী অন্যকাজে ব্যস্ত থাকায় গাভিগুলো আমিই দেখভাল করতাম। গাভি তিনটি ছিল গর্ভবতী। কয়েক দিনের মধ্যেই দুইটি গাভির বাচ্চা হওয়ার কথা ছিল। গাভিগুলো হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম।”

আকস্মিক তিন গাভির মৃত্যুর খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তিনি জানান, কচি ঘাসে প্রচুর নাইট্রেট জমে থাকে। অধিক পরিমাণে সেই ঘাস খেলে ‘নােইট্রেট পয়জনিং’ হয়। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, এ কারেণেই গরুগুলো মারা যেতে পারে।

শাহাদৎ হোসেন বলেন, “বিষয়টি তদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।”