রাজনীতি

এয়ারপোর্ট থেকে বের হন হাস্যোজ্জ্বল খালেদা জিয়া

উন্নত চিকিৎসা শেষে চার মাস পর আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে এসেছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

এরপর বেলা সাড়ে ১১ টার কিছু সময় পর সাদা রঙের প্রাডো গাড়িতে করে বের হতে দেখা যায় সাবেক এই প্রধানমন্ত্রীকে।

বেগম খালেদা জিয়া গাড়ির সামনেই বসে ছিলেন। তার পিছের সিটে ২ ছেলের স্ত্রী জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। চিকিৎসা শেষে দীর্ঘপথ ভ্রমণ করেও ক্লান্তির ছাপ নেই বেগম জিয়ার চেহারায়। বেশ হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা গেছে তাঁকে। কর্মীদের উদ্দেশ্য মাথা নেড়ে অভিবাদনও গ্রহণ করেন।

বিমানবন্দর থেকে প্রাডো গাড়িতে করে বের হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বেগম জিয়ার গাড়ি বের হওয়ার আগেই বিমানবাহিনী, র‍্যাব-পুলিশ, সেনাবাহিনী, সিআরটি সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেন। সাথে আরো ছিলেন এসএসএফ সদস্যরা। তবে, বেগম জিয়ার গাড়ি ৮ নং গেট দিয়ে বের হয়ে একটু অগ্রসর হলেই ভেঙে পড়ে সকল নিরাপত্তা বলয়। র‍্যাব-পুলিশ, সেনাসদস্যরা হুইসেল দিয়ে ভিড় যেন সরাতে পারছিলেন না। একদিকে সংবাদমাধ্যমকর্মীদের চাপ অন্যদিকে দলীয় সমর্থকদের উচ্ছ্বাস, সবমিলিয়ে বেগম জিয়ার গাড়ি বহর এয়ারপোর্ট এরিয়া থেকে বের হতে প্রায় ঘণ্টা খানেক সময় নেয়।

দীর্ঘ ৪ মাস চিকিৎসার পর গতকাল সোমবার (৫ মে) বাংলাদেশে সময় ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টার জন্য বিরতিতে ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।