সারা বাংলা

বজ্রপাতে গাছ লম্বালম্বি দ্বিখণ্ডিত, উৎসুক মানুষের ভিড়

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই ঘটনার পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দ্বিখণ্ডিত গাছ দেখতে উৎসুক মানুষ ভিড় করছে।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রপাত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতের শব্দও শোনা যাচ্ছিল। আমরা পদার্থ বিজ্ঞান বিভাগে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ উপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনা জানাজানি হলে অনেকে দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দি করছেন।’’ 

প্রত্যক্ষদর্শী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম জানান, হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। তাদের চোখের সামনে মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। 

কলেজের অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া জানান, যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে, দ্রুত সেটি অপসারণ করা হবে। বজ্রপাতের সময় কাউকে গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।