নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় ভারত-শাসিত কাশ্মীর কর্তৃপক্ষ ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা’ থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জেলাগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা’ থেকে গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয় ‘এক্স’-এ একটি পোস্টে জানিয়েছে, সরিয়ে নেওয়া নাগরিকদের জন্য আবাসন, খাদ্য এবং ওষুধ সরবরাহ করা হবে।
ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ নামে অভিহিত করে একাধিক হামলা চালানোর কয়েক ঘণ্টা পরে এই আদেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার রাতে পাকিস্তানে চালানো ভারতের সামরিক অভিযান প্রতিদ্বন্দ্বী দেশ দুটিকে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারতের হামলায় শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।
অন্যদিকে ভারতীয় পুলিশ জানিয়েছে, পাকিস্তানী সেনাদের গোলাবর্ষণে ভারত-শাসিত কাশ্মীরে ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।